Motivation
*চিন্তাশক্তি করার ক্ষমতা থাকা মেধার শক্তি থেকেও বেশী প্রয়োজনীয়। মেধা সাধারণত সামান্য বিষয়েই সীমাবদ্ধ থাকে। *যারা কোনও ভুল করেনি বুঝতে হবে তারা কোনও কিছুর চেষ্টাও করেনি। *আমি চিন্তা করেছি মাসের পর মাস, বছরের পর বছর। আমার চিন্তাগুলো ৯৯ বারই ভুল হয়েছে তবে শততম বারে আমি সফল হয়েছি। *আজকের বিজ্ঞানের সব কিছুই আসলে কিছুই না, এগুলো হল সব প্রতিদিনকার চিন্তার ফসল। *সমস্ত কঠিন আর সমস্যার মাঝেই লুকিয়ে থাকে সেরা সুযোগটি। উপরের কথাগুলো বলেছেন বিজ্ঞানী অ্যালবার্ট আইনস্টাইন।
Comments
Post a Comment