প্রথম বিশ্বযুদ্ধ চলছে।হঠাৎ
একপশলা গুলি ছুটে এল শত্রুপক্ষের দিক
থেকে।এক সৈন্য কোন
ভাবে লুকিয়ে পড়তে পারলেও
কিছুটা দূরে থাকা তার বন্ধুর
লুকিয়ে পড়া সম্ভব ছিল না,
তাকে পড়ে যেতে দেখে ভয়ের
শীতল
স্রোত বয়ে গেল তার ভেতর। সে তার
লেফটেন্যান্টের
কাছে অনুমতি চাইলো তার বন্ধু
সৈন্যেটির কাছে ফিরে যাওয়ার
এবং তাকে ফিরিয়ে নিয়ে আসার
জন্য।
লেফটেন্যান্ট
বললো,'তুমি যেতে পারো,কিন্তু
আমি মনে করি না এটা উচিত
হবে কারন
তোমার বন্ধু খুব সম্ভবত
গুলি খেয়ে মারা গেছে এবং
ওখানে গিয়ে তুমি নিজের
জীবনকেও ঝুঁকির মুখে ফেলে দেবে।'
সৈ্ন্যটি এই উপদেশ শুনেও তার বন্ধুর
কাছে যাওয়ার সিদ্ধান্ত্ নিল।
অনেকটা অলৌকিকভাবে সে শত্রুপক্ষের
গুলি এড়িয়ে তার বন্ধুর
কাছে পৌছে গেল
এবং তাকে কাঁধে তুলে নিয়ে ফিরে আসতে সক্ষম
হলো।যখন সে ফিরে এল তখন অফিসার
তার
বন্ধুকে পরীক্ষা করলো এবং দুঃখ
ভারাক্রান্ত কন্ঠে বললো,
''আমি বলেছিলাম তোমার
ওখানে যাওয়া উচিত
হবে না,তোমার
বন্ধুটি মারা গেছে এবং তুমি নিজেও
কিছুটা আহত হয়েছো।''
সৈনিকটি বললো,''আমার
যাওয়া অর্থহীন
ছিল না স্যার!''
''কিন্তু তোমার
বন্ধুটি মারা গেছে,তুমি কিভাবে এটা
বলো যে তোমার
যাওয়াটা অর্থহীন ছিল না?''
''জী স্যার, কিন্তু আমি যখন তার
কাছে পৌছালাম তখনও সে জীবিত
ছিলো এবং আমি তার শেষ
কথা শোনার
পরিতৃপ্তি পেয়েছি,
সে আমাকে বলেছিল,''জিম...
আমি জানতাম তুমি আসবে।''
প্রকৃ্ত বন্ধু
তারাই,গোটা পৃথিবী আমাদের
হাত ছেড়ে দিলেও যারা আমাদের
হাত
কখনো ছাড়ে নাজীবনে এমন অনেক
ঘটনা ঘটে যেগুলো অর্থহীন
নাকি গভীর
অর্থবহ তা নির্ভর
করে আমরা কিভাবে সেগুলোকে দেখি তার
উপর।নিজের সবটুকু সাহসকে একত্রিত
করে তাই করা উচিত যা আমাদের মন
আমাদের করতে বলে।
তা নাহলে হয়তো পরবর্তীতে সারাটা জীবন
তা না করার আফসোস
বয়ে নিয়ে বেড়াতে হবে।

Comments

Popular posts from this blog

ভালোবাসা

Motivation

সফলদের স্বপ্নগাথা