অভিমান

সবার প্রতি অভিমান জমে না!!
অভিমান হয় কিছু নির্দষ্ট
মানুষের উপর!! সেই নির্দষ্ট কিছু
মানুষের প্রতি, আমাদের
দাবি থাকে!!
থাকে অভিযোগ, থাকে অধিকার!!
সেই
মানুষেরা যদি ফোন না দেয়, Sms
Answer না দেয়, দেখা করার
কথা বলেও দেখা না করে!! তবে খুব
খারাপ লাগে!! সেই সব
মানুষেরা জানেও না, দীর্ঘ
অভিমানের প্রহর
গুলো কি হাহাকার করে,
শূন্যতা তৈরী করে||

Comments

Popular posts from this blog

Motivation