ভালোবাসা
প্রশংসা করুন - প্রশংসিত হবেন।
সম্মান করুন - সম্মানিত হবেন।
অন্যের দোষ ঢাকুন - নিজের দোষ গোপন
থাকবে।
সত্য কথা বলুন - কেও
আপনাকে মিথ্যা বলতে পারবে না।
ন্যায় পথে চলুন - কারও দ্বারা প্রতারিত
হবেন না।
ক্ষমা করতে শিখুন - হৃদয় জয়
করতে পারবেন।
ভালোবাসতে শিখুন - ভালোবাসা পাবেন।
এটা অনেকটা নিউটনের গতিসূত্রের মতই,
''প্রত্যেক ক্রিয়ারই সমান ও
বিপরীতমুখী প্রতিক্রিয়া আছে।''
তবে একথা সত্য আমাদের
সামনে মাঝে মাঝে কিছু ব্যতিক্রম
ঘটনা ঘটে। অনেকক্ষেত্রে দেখা যায়, যার
সাথে খুব বন্ধুত্ব, যাকে খুব বিশ্বাস
করেন-- সেই আপনার
সাথে বিশ্বাসঘাতকতা করে। তাই
বলে ভেবে নেবেন না, সব মানুষই এটা করে।
হয়তো দেখবেন, শতকরা ১-২ জন
ছাড়া কেউই এমন করে না।
তাই মানুষকে বিশ্বাস করুন,
তাদেরকে ভালোবাসুন। দেখবেন একদিন
আপনার বিশ্বাস, ভালোবাসা শতগুণ
বৃদ্ধি পেয়ে আপনার কাছেই ফিরে আসবে।
সম্মান করুন - সম্মানিত হবেন।
অন্যের দোষ ঢাকুন - নিজের দোষ গোপন
থাকবে।
সত্য কথা বলুন - কেও
আপনাকে মিথ্যা বলতে পারবে না।
ন্যায় পথে চলুন - কারও দ্বারা প্রতারিত
হবেন না।
ক্ষমা করতে শিখুন - হৃদয় জয়
করতে পারবেন।
ভালোবাসতে শিখুন - ভালোবাসা পাবেন।
এটা অনেকটা নিউটনের গতিসূত্রের মতই,
''প্রত্যেক ক্রিয়ারই সমান ও
বিপরীতমুখী প্রতিক্রিয়া আছে।''
তবে একথা সত্য আমাদের
সামনে মাঝে মাঝে কিছু ব্যতিক্রম
ঘটনা ঘটে। অনেকক্ষেত্রে দেখা যায়, যার
সাথে খুব বন্ধুত্ব, যাকে খুব বিশ্বাস
করেন-- সেই আপনার
সাথে বিশ্বাসঘাতকতা করে। তাই
বলে ভেবে নেবেন না, সব মানুষই এটা করে।
হয়তো দেখবেন, শতকরা ১-২ জন
ছাড়া কেউই এমন করে না।
তাই মানুষকে বিশ্বাস করুন,
তাদেরকে ভালোবাসুন। দেখবেন একদিন
আপনার বিশ্বাস, ভালোবাসা শতগুণ
বৃদ্ধি পেয়ে আপনার কাছেই ফিরে আসবে।
Comments
Post a Comment