ভালোবাসা

প্রশংসা করুন - প্রশংসিত হবেন।
সম্মান করুন - সম্মানিত হবেন।
অন্যের দোষ ঢাকুন - নিজের দোষ গোপন
থাকবে।
সত্য কথা বলুন - কেও
আপনাকে মিথ্যা বলতে পারবে না।
ন্যায় পথে চলুন - কারও দ্বারা প্রতারিত
হবেন না।
ক্ষমা করতে শিখুন - হৃদয় জয়
করতে পারবেন।
ভালোবাসতে শিখুন - ভালোবাসা পাবেন।
এটা অনেকটা নিউটনের গতিসূত্রের মতই,
''প্রত্যেক ক্রিয়ারই সমান ও
বিপরীতমুখী প্রতিক্রিয়া আছে।''
তবে একথা সত্য আমাদের
সামনে মাঝে মাঝে কিছু ব্যতিক্রম
ঘটনা ঘটে। অনেকক্ষেত্রে দেখা যায়, যার
সাথে খুব বন্ধুত্ব, যাকে খুব বিশ্বাস
করেন-- সেই আপনার
সাথে বিশ্বাসঘাতকতা করে। তাই
বলে ভেবে নেবেন না, সব মানুষই এটা করে।
হয়তো দেখবেন, শতকরা ১-২ জন
ছাড়া কেউই এমন করে না।
তাই মানুষকে বিশ্বাস করুন,
তাদেরকে ভালোবাসুন। দেখবেন একদিন
আপনার বিশ্বাস, ভালোবাসা শতগুণ
বৃদ্ধি পেয়ে আপনার কাছেই ফিরে আসবে।

Comments

Popular posts from this blog

Motivation

সফলদের স্বপ্নগাথা