Motivation

 অনেক বড় এক কোম্পানী হঠাৎ
করে ব্যবসায় লোকসান
করে বসলো।এক দুপুরে সেই
কোম্পানীর
কর্মচারীরা বাইরের
ক্যান্টিনে লাঞ্চ করে ফেরার সময়
অফিসের
প্রবেশমুখে একটি নোটিশ
দেখতে পেল।
নোটিশে লেখা ছিল,
'আমাদের কোম্পানীর লোকসানের
জন্য
যে ব্যক্তিটি দায়ী যে গতকাল
মারা গেছে।সেমিনার
রুমে একটি কফিনে তার লাশ
রাখা হয়েছে।যে কেউ
তা দেখতে চাইলে আমন্ত্রিত।'
একজন সহকর্মীর মত্যুর খবর শুনে
প্রথমে লোকেরা দুঃখ
পেল।তবে এরপর
তারা কৌতুহলী হয়ে উঠলো এই
ভেবে যে আসলে কে হতে পারে সেই
ব্যক্তি।
তারা সবাই সেমিনার
রুমে এসে একত্রিত হলো,সবাই
ভাবতে লাগলো,'আসলে কে সেই
লোক যে আমাদের
সাফল্যের
পথে বাধা হয়ে দাঁড়িয়েছিল?
তবে সে যেই হোক,
এখন অন্তত সে আর বেঁচে নেই।
একে একে তারা যখন কফিনের
কাছে গেল
এবং ভেতরে তাকালো হঠাৎ
তারা কেমন যেন বাকশূন্য
হয়ে গেল, হতভম্ভ হয়ে গেল। যেন
তাদের খুব আপন
কারো লাশ সেখানে রাখা ছিল।
কফিনের ভেতর আসলে রাখা ছিল
একটা আয়না।যেই
ভেতরে তাকিয়েছিলো সে তার
নিজে চেহারাই
দেখতে পাচ্ছিলো।আয়নার
একপাশে একটা কাগজে লেখা ছিল,
তোমার সাফল্যের
পথে বাধা দিতে
সক্ষম শুধুমাত্র একজনই
আছে গোটা পৃথিবীতে,
আর সে হচ্ছো 'তুমি' নিজে।
তুমিই সেই একমাত্র ব্যক্তি যে
তোমার জীবেন পরিবর্তন
আনতে পারে, তোমাকে সুখী করতে
পারে, তোমাকে সাহায্য
করতে পারো,সুখী করতে পারো।
তোমার জীবন তখন
বদলে যায় না যখন তোমার অফিসের
বস বদলায়,যখন
তোমার অভিভাবক বদলায়,তোমার
বন্ধুরা বদলায়, তোমার
জীবন তখনই বদলায় যখন
তুমি নিজে বদলাও।তোমার
সক্ষমতা সম্পর্কে তোমার
নিজের বিশ্বাসের সীমাটা যখন
তুমি অতিক্রম করতে পারো,
শুধু তখনই তোমার জীবন
বদলায়,পূরন হয় জীবনের লক্ষ্য গুলো।






প্রশংসা করুন - প্রশংসিত হবেন।
সম্মান করুন - সম্মানিত হবেন।
অন্যের দোষ ঢাকুন - নিজের দোষ গোপন
থাকবে।
সত্য কথা বলুন - কেও
আপনাকে মিথ্যা বলতে পারবে না।
ন্যায় পথে চলুন - কারও দ্বারা প্রতারিত
হবেন না।
ক্ষমা করতে শিখুন - হৃদয় জয়
করতে পারবেন।
ভালোবাসতে শিখুন - ভালোবাসা পাবেন।
এটা অনেকটা নিউটনের গতিসূত্রের মতই,
''প্রত্যেক ক্রিয়ারই সমান ও
বিপরীতমুখী প্রতিক্রিয়া আছে।''
তবে একথা সত্য আমাদের
সামনে মাঝে মাঝে কিছু ব্যতিক্রম
ঘটনা ঘটে। অনেকক্ষেত্রে দেখা যায়, যার
সাথে খুব বন্ধুত্ব, যাকে খুব বিশ্বাস
করেন-- সেই আপনার
সাথে বিশ্বাসঘাতকতা করে। তাই
বলে ভেবে নেবেন না, সব মানুষই এটা করে।
হয়তো দেখবেন, শতকরা ১-২ জন
ছাড়া কেউই এমন করে না।
তাই মানুষকে বিশ্বাস করুন,
তাদেরকে ভালোবাসুন। দেখবেন একদিন
আপনার বিশ্বাস, ভালোবাসা শতগুণ
বৃদ্ধি পেয়ে আপনার কাছেই ফিরে আসবে।

Comments

Popular posts from this blog

ভালোবাসা

Motivation

সফলদের স্বপ্নগাথা